Notice
জবঘর২৪.কম কোনো চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান নয়। এই ওয়েবসাইটে প্রকাশিত চাকরি সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করা হয়ে থাকে। সুতরাং, প্রকাশিত সকল ধরনের চাকরির তথ্য বা নিয়োগ প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো ভুল, অসত্য বা অসম্পূর্ণ তথ্যের জন্য অথবা আর্থিক লেনদেনের দায় জবঘর২৪.কম এর নয়। চাকরিপ্রার্থী দের এ ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হলো ।
Hours : Sat To Thu - 9.30AM - 7.30PM, Friday Closed

Affiliate Program

বিনিয়োগ ছাড়াই ঘরে বসে আয় করুন

অ্যাফিলিয়েট উদ্যোক্তা প্রোগ্রামঃ

জবঘরের অ্যাফিলিয়েট লিংক নিজের পছন্দের প্ল্যাটফর্মে পোস্ট করে শুরু করুন আয় করা ।

আসুন জেনে নেই খুব সহজে কিভাবে আপনি হয়ে উঠবেন একজন সফল অ্যাফিলিয়েট উদ্যোক্তা ।

আপনি কি কোন বিনিয়োগ ছাড়াই ঘরে বসে অনলাইনে আয় করতে চান? আপনি কি এমন কোনো সোর্স খুঁজছেন যেখান থেকে অনলাইনে পার্টটাইম কাজের মাধ্যমে অর্থ উপার্জন করা যায় ।
কিন্তু বুঝতে পারছেন না , ঠিক কিভাবে কাজটা করবেন ?
তাহলে আজই চলে আসুন জবঘরের অ্যাফিলিয়েট উদ্যোক্তা প্রোগ্রামে । Jobghor24.com আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ করে দিয়েছে । আজই আমাদের অ্যাফিলিয়েট উদ্যোক্তা হয়ে আয় করা শুরু করুন ।
খুব সহজেই নিচের চারটি (০8) ধাপে অ্যাফিলিয়েট উদ্যোক্তা হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করুন ।

১. রেজিস্ট্রেশন করুন-

সহজেই কয়েকটি ধাপে রেজিস্ট্রেশন করে যুক্ত হয়ে যান অ্যাফিলিয়েশন প্রোগ্রামে। Jobghor24.com -এ রেজিস্ট্রেশন করলে পেয়ে যাবেন নিজের একটি এফিলিয়েট লিংক ।

আপনি সরাসরি JobGhor24.com - এর ওয়েবসাইট (www.jobghor24.com) এ রেজিস্টার অপশনে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন । অথবা অফিশিয়াল পেজ এর লিংক ক্লিক করে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। প্রয়োজনীয় তথ্য প্রদান করার পরে আপনি ইমেইল যাচাইকরণ লিঙ্ক / এসএমএস এর মাধ্যমে ওটিপি (OTP) কোড পাবেন। প্রাপ্ত সঠিক ওটিপি (OTP) কোড ইনপুট করার পরে আপনার প্রোফাইল সক্রিয় করা হবে। তারপরে আপনাকে আপনার ইউজারনেম (Username) এবং পাসওয়ার্ড (Password) ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করে আপনার প্রোফাইলটি আপডেট করতে হবে ।

২. শেয়ার এবং পোস্ট করুন-

আপনার নিজস্ব অ্যাফিলিয়েট লিংক এবং কন্টেন্ট পোস্ট করুন আপনার পছন্দের প্ল্যাটফর্মে। যত্রতত্র শেয়ার, সিভি হবে বারবার । যত বেশি সিভি(CV), তত বেশি টাকা । রেজিস্ট্রেশন করব যখন তখন ,আয় করবো সারাক্ষণ ।

Jobghor24.com থেকে পাওয়া এফিলিয়েট লিংকটি কপি করে আপনার পছন্দের সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম ইত্যাদিতে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লিংকটি ব্যবহার করে আপনার বন্ধুদের রেজিস্ট্রেশন ও সিভি(CV) করার জন্য উদ্বুদ্ধ করুন ।

৩. অ্যাফিলিয়েট আয় ও রিওয়ার্ড বোনাস প্রাপ্তি -

আপনাকে দেয়া লিংকটি ব্যবহার করে কেউ রেজিস্ট্রেশন ও সিভি(CV) তৈরি করলে অ্যাফিলিয়েট বোনাস পেয়ে যাবেন একুশ (২১) টাকা । আপনার সাথে সাথে অ্যাফিলিয়েটেড ব্যক্তি ও (যিনি রেজিস্ট্রেশন ও সিভি (CV) করবেন) পেয়ে যাবেন আপনার সমপরিমাণ একুশ (২১ ) টাকা রিওয়ার্ড বোনাস ।

8. ব্যালেন্স উত্তোলন করুন-

ব্যালেন্স আপনার ওয়ালেটে জমা হবে এবং বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে সর্বনিম্ন ১০০ টাকা হলেই উত্তোলন করতে পারবেন । উইথড্রল অপশনটিতে ক্লিক করে ,পেমেন্ট মেথড সিলেক্ট করে বিকাশ, নগদ ও রকেট মোবাইল ব্যাংকিং একাউন্টে উইথড্র করে ফেলবেন মাত্র এক (০১) কর্মদিবসের মধ্যেই ।

চিত্রের মাধ্যমে দেখানো হলোঃ

অ্যাফিলিয়েট মার্কেটিং করার পদ্ধতি এক নজরে দেখানো হলোঃ

শর্তাবলীঃ

১. JOBGHOR24.COM LTD. সম্পর্কে (Website: www.jobghor24.com - প্রদত্ত তথ্য) কোন মিথ্যা বা বানোয়াট ও ভুল তথ্য শেয়ার করা যাবে না । এ ধরনের কাজের কোনো প্রমাণ পাওয়া গেলে যথাযথ কর্তৃপক্ষ আপনার আইডিটি বাতিল বলে গণ্য করতে বাধ্য থাকবে ।

২. JOBGHOR24.COM LTD. কর্তৃক সরবরাহকৃত তথ্য (Website:www.jobghor24.com - প্রদত্ত তথ্য) সঠিকভাবে উপস্থাপন করতে হবে ।

৩. JOBGHOR24.COM LTD. এর সাপোর্ট সেন্টার ও প্রতিনিধির সাথে যোগাযোগ সাপেক্ষে কোম্পানির সার্ভিস ও সেবা সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে নিতে হবে ও প্রয়োজনে প্রশিক্ষণ নিতে হবে ।

৪. Website: www.jobghor24.com - প্রদত্ত লিংক শেয়ারের সময় কোন ব্যক্তি কে উদ্বুদ্ধ করার জন্য Website: www.jobghor24.com / YouTube / Official Facebook Page- প্রদত্ত তথ্য ব্যতীত অন্য কোন ভিডিও, অডিও , ইমেজ বা পাইরেটেড কোন কিছু যুক্ত করে শেয়ার করা যাবে না । এরূপ কোন কার্য সম্পন্ন করলে কোম্পানি তার আইন অনুযায়ী ও ডিজিটাল নিরাপত্তা আইনে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে ।

৫. ভুল নাম, ঠিকানা বা তথ্য দিয়ে কোন রেজিস্ট্রেশন বা সিভি তৈরি করা যাবে না ।

৬. যে কোন প্রয়োজনীয় তথ্য বা জিজ্ঞাসায় Jobghor24.com এর সম্পর্কে বিস্তারিত জানতে Jobghor24.com - এর অফিশিয়াল কাস্টমার সাপোর্ট নাম্বার +880 1969 902 902 / Hotline: +880 1905 888 777 - এর সাথে যোগাযোগ করতে হবে ।

বিঃ দ্রঃ আপনার সিভি (CV)টি সর্বনিম্ন ৭০% সম্পন্ন হতে হবে । সিভি (CV) - এর জন্য সরবরাহকৃত তথ্যের ক্ষেত্রে অবশ্যই ৭০% ( পার্সেন্ট) তথ্য যেমন - পার্সোনাল ইনফর্মেশন, শিক্ষাগত যোগ্যতা এবং ছবি ও স্বাক্ষর অবশ্যই নির্ভুলভাবে প্রদান করতে হবে । অন্যথায় , সিভি (CV)টি সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে না, সেক্ষেত্রে বোনাসের টাকা মাই ব্যালান্স- এ যোগ হবেনা। এক্ষেত্রে কোন প্রকার আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত যথাযথ বলে বিবেচিত হবে এবং আপনার প্রোফাইলটি ভেরিফিকেশনের জন্য অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার যেকোনো একটি সনদপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড এর স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে , ভেরিফিকেশন ব্যতীত বোনাসের টাকা কোন ক্ষেত্রেই মাই ব্যালান্স -এ যোগ হবেনা ।

আপনার জিজ্ঞাসা:

১. অ্যাফিলিয়েট করার জন্য কি কি প্রয়োজন?

উত্তর : অ্যাফিলিয়েট উদ্যোক্তা হওয়ার জন্য শুধুমাত্র রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে । এজন্য একটি এন্ড্রয়েড ফোন এবং সাথে ইন্টারনেট কানেকশন থাকলেই হবে ।

১.২ অ্যাফিলিয়েশন প্রোগ্রামের জন্যে নিবন্ধন করার প্রক্রিয়া কি?
উত্তর : JOBGHOR24.COM ওয়েবসাইটে ফর্ম ফিলাপ করার মাধ্যমে যে কেউ রেজিস্টার করতে পারেন আমাদের অ্যাফিলিয়েট উদ্যোক্তা হিসেবে ।

২. আমাকে নিবন্ধন করতে কি কি করতে হবে?

        নীচে JOBGHOR24.COM-এ নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় তথ্য রয়েছে:
        ১) নামের প্রথম অংশ (Frist Name).
        ২) নামের শেষাংশ (Last Name).
        ৩) সক্রিয় ইমেল বা মোবাইল নম্বর (Active email or mobile number)
        ৪) একটি ইউনিক ইউজারনেম (Username).
        ৫) একটি ইউনিক পাসওয়ার্ড (Password).

৩. অ্যাফিলিয়েশন প্রোগ্রামে প্রত্যেকে কি পরিমাণ রিওয়ার্ড বোনাস পেয়ে থাকে?

আপনার শেয়ারকৃত লিংকটি ব্যবহার করে রেজিস্ট্রেশন ও সিভি তৈরি করলে প্রত্যেকটি রেজিস্ট্রেশন এর জন্য পাঁচ (০৫) টাকা এবং প্রোফাইলটি আপডেট করলে রিওয়ার্ড বোনাস ষোল (১৬) টাকা আয় করতে পারবেন । রেজিস্ট্রেশনের পর অ্যাফিলিয়েটেড ব্যক্তি কে তার নিজের ব্যক্তিগত বিবরণ, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, শিক্ষাগত তথ্য, ছবি, স্বাক্ষর, রেফারেন্স এবং আরও কিছু তথ্য প্রদান করে প্রোফাইল (CV) আপডেট করতে হবে।কারণ, অ্যাফিলিয়েটেড ব্যক্তি তার নিজের প্রোফাইল (CV) আপডেট করলেই আপনি অ্যাফিলিয়েট বোনাসের সম্পূর্ণ বোনাস ষোল (১৬) টাকা আয় করতে পারবেন । অন্যথায় ,রেজিস্ট্রেশন সম্পন্ন করলে শুধুমাত্র রেজিস্ট্রেশন এর জন্য রিওয়ার্ড বোনাস হিসেবে শুধুমাত্র পাঁচ (০৫) টাকা আয় করতে পারবেন ।

৪. আমার পোস্টকৃত লিংকটি ব্যবহার করে রেজিস্ট্রেশন এবং সিভি (CV) তৈরি করলে অন্যের লাভ কি হবে?

আমার/ আপনার পোস্টকৃত লিংকটি ব্যবহার করে অন্য কেউ রেজিস্ট্রেশন ও সিভি (CV) করলে অ্যাফিলিয়েটেড ব্যক্তি( সেই ব্যক্তি) ও আপনার অনুরূপ একুশ (২১ ) টাকা রিওয়ার্ড বোনাস আয় করতে পারবেন ।

৫. আমাকে অ্যাফিলিয়েট বোনাস একুশ (২১) টাকা পাওয়ার জন্য কি কি করতে হবে?

অ্যাফিলিয়েট বোনাসের সম্পূর্ণ ২১ টাকা পেতে হলে , অবশ্যই আপনার শেয়ারকৃত লিংক থেকে রেজিস্ট্রেশন ও প্রোফাইল (CV) আপডেট সম্পন্ন নিশ্চিতকরণ করতে হবে।

৬ .অ্যাফিলিয়েটেড ব্যক্তিকে অ্যাফিলিয়েট বোনাস একুশ (২১ ) টাকা আয় করার জন্য কি কি করতে হবে?

অ্যাফিলিয়েট বোনাসের সম্পূর্ণ ২১ টাকা পেতে হলে , অ্যাফিলিয়েটেড ব্যক্তিকে অবশ্যই আপনার শেয়ারকৃত লিংক থেকে রেজিস্ট্রেশন ও প্রোফাইল (CV) আপডেট সম্পন্ন করতে হবে ।

৭. আমি এবং এফিলিয়েটেড ব্যক্তি, উভয় কি একুশ (২১ ) টাকা আয় করতে পারবো ?

হ্যাঁ! আপনি এবং অ্যাফিলিয়েটেড ব্যক্তি যার কাছে লিংক শেয়ার করেছেন উভয়ই ২১ টাকা আয় করতে পারবেন ।

৮. কোন অর্থ বিনিয়োগ করা লাগবে কিনা?

কোন অর্থ বিনিয়োগের প্রয়োজন নেই । রেজিস্ট্রেশন ও সিভি তৈরি সম্পূর্ণ রূপে ফ্রী ।

৯. প্রতিদিন কত টাকা আয় করা যাবে?

প্রতিদিন ৫ থেকে আনলিমিটেড টাকা । মূলত রেজিস্ট্রেশন ও সিভির উপর নির্ভর করবে কত টাকা আয় করা যাবে ।

১০. আয় করা টাকা কোথায় দেখতে পাবো?

ওয়ালেটের মাই ব্যালেন্স অপশনটিতে আপনি ,আপনার আয়কৃত ব্যালেন্স দেখতে পাবেন ।

১১. কিভাবে টাকা উইথড্র দেয়া যাবে?

আপনার ব্যালেন্সে সর্বনিম্ন 100 টাকা থাকলে উইথড্রল অপশনটিতে ক্লিক করে পেমেন্ট মেথড সিলেক্ট করে বিকাশ ,নগদ ও রকেট উইথড্র দেওয়া যাবে এবং মোবাইল রিচার্জ ও করা যাবে ।

১২. সিভি (CV) কতটুকু(%) সম্পন্ন হলে ওয়ালেটে টাকা যোগ হবে?

কোন একটা সিভি(CV)- ৭০% সম্পন্ন হলে ওয়ালেটে সেই সিভি বাবদ ১৬ টাকা যোগ হবে । সেক্ষেত্রে অবশ্যই ঐ ব্যক্তির পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং ফটোগ্রাফি ও সিগনেচার আপলোড করতে হবে । আপনার সাথে সাথে অ্যাফিলিয়েটেড ব্যক্তিও একুশ (২১ ) টাকা বোনাস পেয়ে যাবেন, তার নিজস্ব ওয়ালেটে ।

১৩. অ্যাফিলিয়েশন প্রোগ্রামের জন্যে কি বাড়তি কোন কোর্স বা ডিগ্রির প্রয়োজন রয়েছে?

না, বাড়তি কোন কোর্স বা ডিগ্রির প্রয়োজন তো নেই। উপরন্তু JOBGHOR24.COM থেকে অ্যাফিলিয়েটদের জন্যে ডিজিটাল মার্কেটিং এর উপর একাধিক কোর্সের আয়োজন করা হবে। এছাড়া JOBGHOR24.COM থেকে দেওয়া হবে ক্যারিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব পরামর্শ ।

১৪. অ্যাফিলিয়েট হিসেবে মূলত কি কাজ করতে হয়?

একজন অ্যাফিলিয়েটকে দেওয়া হবে কন্টেন্ট এবং একটি নির্দিষ্ট লিংক যা তিনি নিজের ফেইসবুক পেইজ, গ্রুপ, এমনকি একাউন্টের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিয়ে সেইল জেনারেট করবেন। সেই লিঙ্কটি ব্যবহার করে কেউ রেজিস্ট্রেশন ও সিভি(CV) তৈরি করে অ্যাফিলিয়েট পেয়ে যাবেন একুশ (২১ ) টাকা বোনাস । আপনার সাথে সাথে অ্যাফিলিয়েটেড ব্যক্তিও পেয়ে যাবেন আপনার সমপরিমাণ একুশ (২১ ) টাকা রিওয়ার্ড বোনাস ।

১৫. অ্যাফিলিয়েশন প্রোগ্রামের গড় আয় কত?

JOBGHOR24.COM থেকে অ্যাফিলিয়েটরা গড়ে মাসে তিন হাজার (৩,০০০) থেকে একুশ হাজার (২১,০০০) টাকা আয় করতে পারেন।

১৬. কতদিনের মধ্যে একজন অ্যাফিলিয়েট তার আয় পেয়ে থাকেন?

একজন অ্যাফিলিয়েট তার আয় ট্রেইস করতে পারবেন একটি অটোম্যাটিক ড্যাশবোর্ডের মাধ্যমে এবং অ্যাফিলিয়েট হিস্ট্রিতে ক্লিক করলে ডিটেলস হিস্ট্রি দেখতে পাবেন ও মাত্র এক (০১) কর্মদিবসের মধ্যেই রিসিভ করে ফেলবেন উপার্জিত আয়।

১৭. যিনি এফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে কিছু জানেন না, সেই ব্যক্তিকে এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সহজ করে কীভাবে বোঝাবেন?

        - মনে করুন, আমি আপনার বন্ধু, আর আমার একটা মোবাইল ফোন আছে। তো আমি এই ফোনটা বিক্রি করতে চাই ।
        - তাই একদিন আমি আপনাকে বললাম, "আমার একটা মোবাইল বিক্রি করব। তুই নিবি নাকি"?
        - আপনি উত্তর দিলেন, "ধুর, আমার তো আইফোন এক্স, ওয়াই, জেড আছে। তাই তোর ঐ ফোন নিয়ে আমার কোন কাজ নেই"।
        - আমি বললাম, "ঠিক আছে। কিন্তু আমার টাকাটা খুব প্রয়োজন। তুই যদি ফোনটা বিক্রি করে দিতে পারিস তাহলে তোকে চা-বিস্কুট খাওয়াব"।
        - আপনি আমাকে সাহায্য করার জন্যই হোক আর চা বিস্কুট খাওয়ার লোভেই হোক গোটা শহর তন্ন তন্ন করে খুঁজে একজনকে নিয়ে আসলেন যে ফোনটা কিনল।
        - আমি খুশি হয়ে আপনাকে চা বিস্কুট খাওয়ালাম।
        - ঠিক উপরের ঘটনাটির মতোই ই-কমার্স সাইটগুলোকে তাদের পণ্য বিক্রি করে দিলে তারা আপনাকে কিছু টাকা কমিশন দেবে। একেই বলে অ্যাফিলিয়েট মার্কেটিং।
        

১৮. এফিলিয়েট মার্কেটিং কে কেন ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত?

      কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ নিচে উল্লেখ করা হচ্ছে -
        - স্টার্ট আপ কম খরচ অর্থাৎ আপনি একদম অল্প টাকায় বলতে গেলে বিনামূল্যে এই ব্যবসা শুরু করে দিতে পারেন।
        - বিজনেস পরিচালনা করার খরচ অনেক কম।
        - ঝুঁকি অনেক কম কারণ পণ্য তৈরি করছে আরেকজন।
        - সুনির্দিষ্ট কাস্টমার পাওয়া যায় খুব তাড়াতাড়ি।
        - ব্যবসাটি তে অনেক শান্তি এবং স্বস্তি আছে অন্যান্য ব্যবসার তুলনায়।
        - পণ্য ভেদে রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুব ভালো পাওয়া যায় বিশেষ করে ডিজিটাল প্রোডাক্ট এর ক্ষেত্রে ৬০ শতাংশ পর্যন্ত কমিশন পাওয়া যায়।
        - আরেকটি সবথেকে অন্যতম কারণ হলো অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে ব্যবসা শুরু করার প্রথম ধাপ যদি এখানে ভালো কিছু করা যায় তাহলে এখান থেকেই অনেক বড়
          একটি সম্ভাবনাময় ব্যবসা তৈরি করা যেতে পারে।

Subscribe

Want to be notified about our News. Just sign up and we'll send you a notification by email.

Video tutorial
Customer support
Live chat with us