Notice
জবঘর২৪.কম কোনো চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান নয়। এই ওয়েবসাইটে প্রকাশিত চাকরি সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করা হয়ে থাকে। সুতরাং, প্রকাশিত সকল ধরনের চাকরির তথ্য বা নিয়োগ প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো ভুল, অসত্য বা অসম্পূর্ণ তথ্যের জন্য অথবা আর্থিক লেনদেনের দায় জবঘর২৪.কম এর নয়। চাকরিপ্রার্থী দের এ ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হলো ।
Hours : Sat To Thu - 9.30AM - 7.30PM, Friday Closed

Faq

জবঘর২৪.কম - সম্পর্কিত প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নাবলী

জবঘর২৪.কম একটি ব্যতিক্রমধর্মী জব পোর্টাল সাইট। এখানে এমপ্লয়ার বা নিয়োগদানকারি প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানে দক্ষ জনশক্তি নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার পোস্ট করে এবং জব সীকার বা চাকুরী প্রত্যাশিত ব্যাক্তিরা সাইট টি ভিজিট করে সরকারি ও বেসরকারি জব এর সার্কুলার গুলো দেখতে পারবেন এবং যেকোনো স্থান থেকে যেকোনো সময় ওয়ান ক্লিকে মাত্র ৫ সেকেন্ডে যোগ্যতা অনুযায়ী পছন্দ মতো জবে অ্যাপ্লাই করতে পারবেন।
আপনি জবঘর২৪.কম এ রেজিস্ট্রেশনপূর্বক সিভি তৈরি করে রাখলে নিম্ন লিখিত সুবিধা গুলো পাবেন:
১। ঘরে বসে ওয়ান ক্লিকে সরকারি জবে অ্যাপ্লাই করতে পারবেন।
২। ওয়ান লাইন পরীক্ষার মাধ্যমে বেসরকারি চাকুরিতে শর্ট লিস্টেড হওয়ার সুযোগ পাবেন।
৩। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অর্থ উপার্জনের পাশাপাশি অভিজ্ঞতার সনদ প্রাপ্তির সুযোগ পাবেন।
জবঘর২৪.কম এর তিনটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা সাইট টিকে অন্যান্য জব পোর্টাল থেকে আলাদা করে তুলেছে।
  1. ঘরে বসে ওয়ান ক্লিকে মাত্র ৫ সেকেন্ডে সরকারি জবে অ্যাপ্লাই করা যায়।
  2. ওয়ান লাইন পরীক্ষার মাধ্যমে বেসরকারি চাকুরিতে শর্ট লিস্টেড হওয়ার সুযোগ রয়েছে।
  3. অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অর্থ উপার্জনের পাশাপাশি অভিজ্ঞতার সনদ প্রাপ্তির সুযোগ রয়েছে।
না, Jobghor24.com চাকরি দেয় না, এটি শিক্ষার্থী / চাকরিপ্রার্থীদের চাকরি খুঁজতে সাহায্য করে। Jobghor24.com হল একটি চাকরির পোর্টাল বা চাকরির বোর্ড যেখানে প্রতিষ্ঠান চাকরির সার্কুলার প্রকাশ করে এবং শিক্ষার্থী / চাকরিপ্রার্থীরা সেই চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারবে এবং ১-ক্লিকে সমস্ত অনলাইন চাকরির আবেদন করতে পারে ।
আপনি জবঘর২৪.কম অফিসিয়াল ওয়েব পেজ থেকে অ্যাকাউন্ট তৈরি করুন jobghor24.com/register লিঙ্কে ক্লিক করে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। প্রয়োজনীয় তথ্য প্রদান করার পরে আপনি ইমেল/এসএমএস যাচাইকরণ লিঙ্ক বা ওটিপি কোড পাবেন। সঠিক OTP কোড ইনপুট করার পরে আপনার প্রোফাইল সক্রিয় করা হবে। তারপরে আপনাকে আপনার ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং আপনার প্রোফাইল আপডেট করতে হবে।

কিভাবে রেজিস্ট্রেশন এবং সিভি তৈরি করবেন তার জন্য এই ভিডিওটি দেখুন: https://youtu.be/R4sJ9id8pF4
JOBGHOR24.COM-এ নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হলো :
ক) নামের প্রথম অংশ
খ) নামের শেষাংশ
গ) সক্রিয় ইমেল বা মোবাইল নম্বর
ঘ ) ব্যবহারকারীর নাম
ঙ) পাসওয়ার্ড

রেজিস্ট্রেশনের পর আপনাকে ব্যক্তিগত বিবরণ, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, শিক্ষাগত তথ্য, ছবি, স্বাক্ষর, রেফারেন্স এবং আরও কিছু তথ্য প্রদান করে আপনার প্রোফাইল আপডেট করতে হবে। রেজিস্ট্রেশন এর সময় প্রদত্ত ইউজার নেম ও পাসওয়ার্ড টি অবশ্যই সংরক্ষণ করতে হবে।

নিচের ধাপগুলো অনুসরণ করে সিভি তৈরি করুন:
১. ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।
২. ম্যান চিহ্নিত আইকনে ক্লিক করুন।
৩. My Resume মেনুতে ক্লিক করে বিদ্যমান সকল ট্যাবের তথ্যগুলো প্রদান করুন।
যেমন: Personal Information (পার্সোনাল ইনফরমেশন), Education /Training(এডুকেশন/ ট্রেনিং), Experience (এক্সপেরিয়েন্স), Photograph (ফটোগ্রাফ) এবং Signature (সিগনেচার)।
৪. পার্সোনাল ইনফরমেশন এ আপনার ব্যক্তিগত তথগুলো সঠিকভাবে দিন। স্টার চিহ্নিত সকল তথ্য সঠিকভাবে প্রদান করে আপডেট বাটনে ক্লিক করুন।
৫. Education/ Training (এডুকেশন/ ট্রেনিং) ট্যাব ক্লিক করে শিক্ষাগত যোগ্যতা বিষয়ক সকল তথ্য প্রদান করুন।
৬. Photograph (ফটোগ্রাফ) ট্যাবে ক্লিক করে নির্দিষ্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

কিভাবে রেজিস্ট্রেশন এবং সিভি তৈরি করবেন তার জন্য এই ভিডিওটি দেখুন: https://youtu.be/R4sJ9id8pF4

না, কোনো টাকা লাগবে না। জবঘর২৪.কম এ রেজিস্ট্রেশন ও সিভি তৈরি সম্পূর্ণ ফ্রি ।

সর্বপ্রথম আমাদের ওয়েবসাইট jobghor24.com/register প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের পর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ছবি, স্বাক্ষর ইত্যাদি তথ্য দিয়ে cv সম্পন্ন করতে হবে। তাহলে পরবর্তীতে এই তথ্য ব্যবহার করে ওয়ান ক্লিকে মাত্র ৫ সেকেন্ডে চাকরির আবেদন করা যাবে।

আপনি একটি বিজ্ঞাপনী পদের জন্য আবেদন করতে চান, আপনি নিবন্ধিত হলে 'অ্যাপ্লাই নাউ' বাটন ক্লিক করতে হবে। 'অ্যাপ্লাই নাউ' বাটনে ক্লিক করে বিকাশ, রকেট, নগদ সহ যেকোনো ইন্টারনেট ব্যাংকিং, কার্ড, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জবঘর২৪ "অনলাইন এক্সাম ফি" এবং জবঘর২৪ সার্ভিস চার্জ প্রদান করলে আবেদন সম্পন্ন হবে। তবে বেসরকারী চাকরির আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে করতে পারবেন।

Jobghor24.com এর মাধ্যমে কিভাবে চাকুরির আবেদন করবেন সেটি জানতে এই ভিডিওটি দেখুন: https://youtu.be/A7jMWkfJ0JE

হ্যাঁ, আপনি জবঘর২৪.কম এর মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয় করে যেকোনো সময় যেকোনো স্থান থেকে ওয়ান ক্লিকে মাত্র ৫ সেকেন্ডে সরকারি জবে অ্যাপ্লাই করতে পারবেন। তবে আবেদনের পূর্বে আপনাকে অবশ্যই জবঘর২৪.কম ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে প্রোফাইল আপডেট করতে হবে।

Jobghor24.com এর মাধ্যমে কিভাবে চাকুরির আবেদন করবেন সেটি জানতে এই ভিডিওটি দেখুন: https://youtu.be/A7jMWkfJ0JE

চাকরি প্রত্যাশীরা যেকোনো জায়গা থেকে যেকোনো সময় ১-ক্লিক করে চাকরির আবেদন করতে পারে। বেসরকারী চাকরিতে আবেদন করার জন্য কোন খরচ নেই। কিন্তু সরকারি জবে অ্যাপ্লাই করতে হলে জবঘর২৪ "অনলাইন এক্সাম ফি" এবং "সার্ভিস চার্জ" প্রদান করতে হয়।
আপনি জবঘর২৪ "অনলাইন এক্সাম" ফি প্রদান করলে, সরকারি জবের পরীক্ষার ফি দিতে হবে না। বিকাশ, রকেট, নগদ সহ যেকোনো ইন্টারনেট ব্যাংকিং, কার্ড, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জবঘর২৪ "অনলাইন এক্সাম" ফি প্রদান করতে পারবেন।
আবেদন টি সম্পন্ন হলে আপনি জবঘর২৪.কম থেকে একটি অ্যাপ্লাই নিশ্চিতকরণ মেইল / এসএমএস পাবেন। তাছাড়া আপনার জবঘর২৪.কম অ্যাকাউন্ট এর User Dashboard এর নেভিগেশন বার থেকে মাই "My Applied" এ ক্লিক করলে স্ট্যাটাস এ "Complete" দেখতে পারবেন ।
User Panel এ লগইন করার পর "My Applied" অপশনের মধ্যে প্রবেশ করলে সম্পন্ন হওয়া আবেদনটির ব্যাপারে তথ্য পাওয়া যাবে এবং এখানেই ডানপাশে "Soft Copy" অপশনে Applicant’s Copy আজীবন সংরক্ষিত থাকবে। যা ইচ্ছামত যখন খুশি, যতবার খুশি ডাউনলোড/প্রিন্ট/ইমেইল করা যাবে।

Subscribe

Want to be notified about our News. Just sign up and we'll send you a notification by email.

Video tutorial
Customer support
Live chat with us