নিচের ধাপগুলো অনুসরণ করে সিভি তৈরি করুন:
১. ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।
২. ম্যান চিহ্নিত আইকনে ক্লিক করুন।
৩. My Resume মেনুতে ক্লিক করে বিদ্যমান সকল ট্যাবের তথ্যগুলো প্রদান করুন।
যেমন: Personal Information (পার্সোনাল ইনফরমেশন), Education /Training(এডুকেশন/ ট্রেনিং), Experience (এক্সপেরিয়েন্স), Photograph (ফটোগ্রাফ) এবং Signature (সিগনেচার)।
৪. পার্সোনাল ইনফরমেশন এ আপনার ব্যক্তিগত তথগুলো সঠিকভাবে দিন। স্টার চিহ্নিত সকল তথ্য সঠিকভাবে প্রদান করে আপডেট বাটনে ক্লিক করুন।
৫. Education/ Training (এডুকেশন/ ট্রেনিং) ট্যাব ক্লিক করে শিক্ষাগত যোগ্যতা বিষয়ক সকল তথ্য প্রদান করুন।
৬. Photograph (ফটোগ্রাফ) ট্যাবে ক্লিক করে নির্দিষ্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
কিভাবে রেজিস্ট্রেশন এবং সিভি তৈরি করবেন তার জন্য এই ভিডিওটি দেখুন:
https://youtu.be/R4sJ9id8pF4
সর্বপ্রথম আমাদের ওয়েবসাইট jobghor24.com/register প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের পর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ছবি, স্বাক্ষর ইত্যাদি তথ্য দিয়ে cv সম্পন্ন করতে হবে। তাহলে পরবর্তীতে এই তথ্য ব্যবহার করে ওয়ান ক্লিকে মাত্র ৫ সেকেন্ডে চাকরির আবেদন করা যাবে।
আপনি একটি বিজ্ঞাপনী পদের জন্য আবেদন করতে চান, আপনি নিবন্ধিত হলে 'অ্যাপ্লাই নাউ' বাটন ক্লিক করতে হবে। 'অ্যাপ্লাই নাউ' বাটনে ক্লিক করে বিকাশ, রকেট, নগদ সহ যেকোনো ইন্টারনেট ব্যাংকিং, কার্ড, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জবঘর২৪ "অনলাইন এক্সাম ফি" এবং জবঘর২৪ সার্ভিস চার্জ প্রদান করলে আবেদন সম্পন্ন হবে। তবে বেসরকারী চাকরির আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে করতে পারবেন।
Jobghor24.com এর মাধ্যমে কিভাবে চাকুরির আবেদন করবেন সেটি জানতে এই ভিডিওটি দেখুন: https://youtu.be/A7jMWkfJ0JE
হ্যাঁ, আপনি জবঘর২৪.কম এর মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয় করে যেকোনো সময় যেকোনো স্থান থেকে ওয়ান ক্লিকে মাত্র ৫ সেকেন্ডে সরকারি জবে অ্যাপ্লাই করতে পারবেন। তবে আবেদনের পূর্বে আপনাকে অবশ্যই জবঘর২৪.কম ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে প্রোফাইল আপডেট করতে হবে।
Jobghor24.com এর মাধ্যমে কিভাবে চাকুরির আবেদন করবেন সেটি জানতে এই ভিডিওটি দেখুন:
https://youtu.be/A7jMWkfJ0JE
Want to be notified about our News. Just sign up and we'll send you a notification by email.