বাংলাদেশের দক্ষিনাঞ্চলের স্বনামধন্য স্থানীয়, বেসরকারী সমাজ উন্নয়নমূলক সংস্থা - পূর্ণিমা ; আশির দশক হতে পূর্ণিমা সংস্থা জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমসহ দারিদ্র্যতা দুরীকরণ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, নিরক্ষরতা, রোগ এবং সামাজিক বৈষম্যের মতো চ্যালেঞ্জের মুখোমুখি ব্যক্তি এবং সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রæতিবদ্ধ। পূর্ণিমার লক্ষ্য অর্থনৈতিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে রূপান্তরমূলক উন্নতি সাধন করা, নারী ও পুরুষ উভয়ের সম্ভাবনাকে উন্মোচিত করা। বাংলাদেশের নারীদের অগ্রগতির প্রতি গুরুত্ব, স্বনির্ভরতা ও দারিদ্র্য নিরসনের জন্য সম্প্রদায়ের উন্নয়ন এবং একটি পরিবেশ বান্ধব, জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলা, সামাজিকভাবে ন্যায্য এবং সাংস্কৃতিকভাবে ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মানের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের অধিকার এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের দক্ষিনাঞ্চলের স্থানীয় সংস্থা - ”পূর্ণিমা” দাতাসংস্থা ইউএসএইডের অর্থায়নে ও ব্র্যাকের কারিগরী সহযোগীতায় ”বাংলাদেশ আমেরিকা মৈত্রী প্রকল্প” এর আওতায় ”জলবায়ু সহনশীল স্মার্ট এগ্রি কানেক্ট : জলবায়ু সহনশীল, পরিবেশ-বান্ধব এবং কৃষিভিত্তিক স্মার্ট খাদ্য নিরাপত্তা ও উন্নতকরন বিষয়ক প্রকল্প” খুলনা ও বরিশাল জেলার নিন্মোক্ত উপজেলা ও ইউনিয়নসমুহে বাস্তবায়নের লক্ষ্যে নিন্মলিখিত পদে জরুরীভিক্তিতে নিয়োগ প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
বাংলাদেশ আমেরিকা মৈত্রী প্রকল্পে ; খুলনা জেলার দাকোপ (বাজুয়া, কামারখোলা ও দাকোপ ইউনিয়ন)) ও কয়রা উপজেলা (মহারাজপুর, দক্ষিন বেতকাশী, উত্তর বেতকাশী ) এবং বরিশাল জেলার মুলাদি (বাটামারা, মুলাদি সদর, গাছুয়া ইউনিয়ন) ) ও হিজলা উপজেলায় (বরো জালিয়া, হিজলা গৌরবদী ও ধুপখোলা ইউনিয়ন) কাজ করতে আগ্রহী বাংলাদেশী পুরুষ/মহিলা প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত আহবান করা হচ্ছে। আবেদনের নিয়মাবলী : (১) আগ্রহী প্রার্থীর ১ কপি পিপি সাইজ ছবি, মোবাইল নম্বর ও পদের নাম এবং জীবন বৃত্তান্তসহ আগামী ২৫/১১/২০২৪ তারিখের মধ্যে দরখাস্ত শুধুমাত্র নিম্নের উল্লেখিত ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ই-মেইল: carrer.purnimabd@gmail.com (২) বাছাইকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় ও তারিখ মোবাইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। পরীক্ষার সময় দাখিলকৃত সকল কাগজপত্রের মূলকপি ও ১ সেট ফটোকপি সাথে আনতে হবে। (৩) চুড়ান্ত নির্বাচিত প্রার্থীদের বেতন, উৎসব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রকল্পের বাজেট ও প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী প্রদান করা হবে। (৪) দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। বি:দ্র: সকল পদে মহিলাদের অগ্রাধিকার দেয়া হবে। বরাবর, নির্বাহী পরিচালক, `পূর্ণিমা`, বাড়ী- ২৪০, সড়ক-১৫, নিরালা আবাসিক এলাকা, থানা: সোনাডাঙ্গা, জেলা: খুলনা। (যে কোন প্রকারের লবিং প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে)
* Applicant must enclose his/her Photograph with CV.
Send your CV to: carrer.purnimabd@gmail.com