বাংলাদেশ আমেরিকা মৈত্রী প্রকল্পে ; খুলনা জেলার দাকোপ (বাজুয়া, কামারখোলা ও দাকোপ ইউনিয়ন)) ও কয়রা উপজেলা (মহারাজপুর, দক্ষিন বেতকাশী, উত্তর বেতকাশী ) এবং বরিশাল জেলার মুলাদি (বাটামারা, মুলাদি সদর, গাছুয়া ইউনিয়ন) ) ও হিজলা উপজেলায় (বরো জালিয়া, হিজলা গৌরবদী ও ধুপখোলা ইউনিয়ন) কাজ করতে আগ্রহী বাংলাদেশী পুরুষ/মহিলা প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত আহবান করা হচ্ছে। আবেদনের নিয়মাবলী : (১) আগ্রহী প্রার্থীর ১ কপি পিপি সাইজ ছবি, মোবাইল নম্বর ও পদের নাম এবং জীবন বৃত্তান্তসহ আগামী ২৫/১১/২০২৪ তারিখের মধ্যে দরখাস্ত শুধুমাত্র নিম্নের উল্লেখিত ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ই-মেইল: carrer.purnimabd@gmail.com (২) বাছাইকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় ও তারিখ মোবাইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। পরীক্ষার সময় দাখিলকৃত সকল কাগজপত্রের মূলকপি ও ১ সেট ফটোকপি সাথে আনতে হবে। (৩) চুড়ান্ত নির্বাচিত প্রার্থীদের বেতন, উৎসব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রকল্পের বাজেট ও প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী প্রদান করা হবে। (৪) দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। বি:দ্র: সকল পদে মহিলাদের অগ্রাধিকার দেয়া হবে।
* Applicant must enclose his/her Photograph with CV.
Send your CV to: carrer.purnimabd@gmail.com